1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্ট এলাকায় পুলিশের লাঠিচার্জে আহত ৭ জন ঢামেকে শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক চলছে ‘আ.লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে’ ভারত তার দেশের জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে : পাকিস্তান টিউলিপ সিদ্দিককে ‘দুনীতিগ্রস্ত’ বললেন ইলন মাস্ক প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি আজকেই টাকা না দিলে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি বাতিল ‘সংক্ষুব্ধ ছাত্র জনতা’র মিছিলে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ শেখ হাসিনার স্লোগান লেখা নিষিদ্ধ প্যাড ব্যবহার, বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

ফের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ফের নতুন করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে রাশিয়ার সরকারি সংস্থা, কোম্পানি ও রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশনও।

নতুন এ নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে গতকাল বুধবার মার্কিন অর্থ বিভাগ তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশ করেছে। খবর তাসের।

জানা গেছে, ট্যাকটিক্যাল মিসাইল করপোরেশন, বার্নাল্ট্রান্সম্যাশ, মোটোভিলিখা প্ল্যান্ট এবং ভোন্টর্গ কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয়েছে। এছাড়াও রাশিয়া, তুরস্ক এবং জার্মানির ১৬ জন নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ।

এর আগে, গত ১১ জানুয়ারি জ্বালানি থেকে আয় কমাতে রুশ জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাজপ্রোম নেফ্টকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করে বাইডেন প্রশাসন।

১৮০টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাজপ্রোম নেফ্ট ও সারগুটনেফতেগাসকে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করে মার্কিন অর্থ বিভাগ। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। রুশ ওই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্যও।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন হোয়াইট হাউজে আছেন জো বাইডেন। তার সময়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন বাইডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com