ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে নগরকান্দা উপজেলার বাসাগাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খা (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী গ্রামের আলেফ খানের ছেলে এবং দুর্ঘটনাকবলিত বাসের কন্ডাকটর বলে জানা গেছে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে আলিফ মীম নামে একটি বাসের সাথে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। আহত হয় বাসের ৩০ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফর আলী বলেন, এ দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের সব যাত্রী। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Leave a Reply