1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

প্রবল বর্ষণে যুক্তরাজ্যে বন্যা, সতর্কতা জারি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় যুক্তরাজ্যের মানচেস্টার শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকটি শহরের বাসিন্দা। আকস্মিক বন্যা মোকাবেলায় কর্তৃপক্ষ ‘হলুদ সতর্কতা’ জারি করেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, প্রবল বর্ষণের ফলে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে সুপেয় পানির ভয়াবহ সঙ্কট। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুত সংযোগ। বিভিন্ন সড়কে পার্কিং করা গাড়িও তলিয়ে গেছে বন্যার পানিতে। এই অবস্থায় বছরের প্রথম দিনই ভয়াবহ দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

এদিকে মানচেস্টার পুলিশ জানিয়েছে, কিছু কিছু এলাকায় বহুতল ভবনগুলোর প্রথমতলা পানিতে ডুবে গেছে। ভবনগুলোর বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য বাসা থেকেও বের হতে পারছেন না। রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় বাইরে যাওয়া-আসা বন্ধ হয়ে গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অলি-গলি ঘুরে বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। বন্যার কারণে মানটেস্টার বিমানবন্দর ও রেলস্টেশন বন্ধ রয়েছে। বন্যায় আটকে পড়াদের জন্য নৌকায় করে সুপেয় পানি পৌঁছে দেয়া হচ্ছে।

আবহাওয়া অফিস বলেছে, ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় গত দু’দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এক মাসের বৃষ্টিপাতের সমান। এই বৃষ্টিপাত আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস সতর্ক করেছে।

এদিকে ইংল্যান্ডের প্রায় ১০০ এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com