1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ। ২০০৯ সালের পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল টাইগাররা। আর দেশ কিংবা বিদেশ, সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ টেস্ট জিতলো ছয় বছর পর।

মঙ্গলবার কিংস্টনের স্যাবাইনা পার্কে ম্যাচের চতুর্থ দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ১০১ রানে জিতেছে টাইগাররা। তাতে সিরিজে ফিরেছে ১-১ সমতা।

জয় অনেকটা অবধারিত হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের পরই। ইতিহাস গড়েই জিততে হতো ওয়েস্ট ইন্ডিজকে। জ্যামাইকায় সর্বোচ্চ রান তাড়া করতে হতো তাদের, করতে হতো ২৮৭ রান। কিংস্টনে এর আগে কখনো এত রান তাড়া করে জেতেনি কেউ।

পারেনি ওয়েস্ট ইন্ডিজও। তাইজুল ইসলামের ঘূর্ণিতে যেন চোখে সর্ষেফুল দেখলেন গ্রিভস-জোসেফরা। ক্যারিয়ারে ১৫তম বার ৫ উইকেট নেন তাইজুল। সুবাদে স্বাগতিকেরা গুটিয়ে যায় ৫০ ওভারে মাত্র ১৮৫ রানে।

বাংলাদেশকে বড় পুঁজি এনে দিয়েছেন মূলত জাকের আলি। ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শুরুর পর দারুণ ফিনিশিং দিয়েছেন তিনি। শেষ দিকের কেউ সঙ্গ দিতে না পারলেও একাই সামলে নিয়েছেন সব, খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস।

জাকের আলির ব্যাটে আসে ১০৬ বলে ৯১ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৮ চার আর ৫ ছক্কায় ইনিংস সাজান। শতক হাতছাড়ার আক্ষেপ নিয়ে ফিরলে ৫৯.৫ ওভারে ২৬৮ রানে থামে বাংলাদেশ।

প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড থাকায় বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ২৮৬ রানে। আলজারি জোসেফ ও কেমার রোচ নেন ৩টি করে উইকেট। জোড়া উইকেট নেন শামার জোসেফ।

জবাব দিতে নেমে পাল্টা আক্রমণের পথ খুঁজলেও তা আর পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই তাদের চোখ রাঙান তাইজুল। প্রথম উইকেটটাও আসে তার হাত ধরেই, ফেরান মিকাইল লুইসকে (৮)। এরপর কেসি কার্থি ফেরেন ১৪ রানে, তাসকিনের বলে।

ব্রাথওয়েট ও কাভেম হজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হননি, ৩৫ রানেই ভেঙেছে জুটি। ব্রাথওয়েটকে (৪৩) ফেরান তাইজুল। আথানেজও দ্রুত ফেরান তাইজুল। ১০৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

থিতু হয়ে যাওয়া কাভেম হজকেও ফেরান তাইজুল। ৭৫ বলে ৫৫ করে আউট হোন এই ক্যারিবীয় ব্যাটার। এরপর আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি, পারেনি লড়াই করে। সর্বোচ্চ ২০ রান আসে জাস্টিন গ্রিভসের ব্যাটে।

১৪৩/৪ থেকে ১৮৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাইজুলের ৫ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। অন্যটা নাহিদ রানার।

উল্লেখ্য, দু’ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে শনিবার জ্যামাইকায় মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ১৬৪ রান করে বাংলাদেশ।

তবে টাইগারদের এই পুঁজিই যথেষ্ট করে তুলেন নাহিদ রানা। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেয়ার পথে ক্যারিবীয়দের গুটিয়ে দেন ১৪৬ রানে। ১৮ রানের অবিশ্বাস্য লিড নেয় টাইগাররা৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com