1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন

সেরা অভিনেত্রী কারিনা, অভিনেতা দিলজিৎ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল। এ বছর তিন বিভাগে ৩৯ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নির্বাচিতরা। এর মধ্যে সেরা অভিনেতা হয়েছেন দিলজিৎ দোসাঞ্জ এবং সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে কারিনা কাপুর খানের হাতে। সর্বোচ্চ ১৬ পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘হীরামন্ডি’।

তার পরেই রয়েছে ‘গানস অ্যান্ড গুলাবস’। এই সিরিজ পেয়েছে ১২ পুরস্কার। ‘অমর সিং চামকিলা’ ওয়েব ফিল্মে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন দিলজিৎ। অন্যদিকে ‘জানে জান’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন কারিনা।

বিজয়ী তালিকা

ফিল্ম

# সেরা ফিল্ম : অমর সিং চমকিলা

# সেরা অভিনেতা : দিলজিৎ দোসাঞ্জ (অমর সিং চমকিলা)

# সেরা অভিনেত্রী : কারিনা কাপুর (জানে জান)

# সেরা পরিচালক : ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

# সেরা সহ-অভিনেতা : জয়দীপ আওলাত (মহারাজ)

# সেরা সহ-অভিনেত্রী : ওয়ামিকা গাব্বি (খুফিয়া)

# সেরা সংলাপ : ইমতিয়াজ আলি ও সাজিদ আলি (অমর সিং চমকিলা)

# সেরা চিত্রনাট্য : অমর সিং চমকিলা

# সেরা মিউজিক : এআর রহমান (অমর সিং চমকিলা)

সিরিজ

# সেরা সিরিজ : দ্য রেলওয়ে ম্যান

# সেরা অভিনেতা (কমেডি) : রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)

# সেরা অভিনেত্রী (কমেডি) : গীতাঞ্জলি কুলকার্নি (গুল্লক ৪)

# সেরা অভিনেতা (ড্রামা) : গগন দেব (স্ক্যাম ২০০৩)

# সেরা অভিনেত্রী (ড্রামা) : মনীষা কৈরালা (হীরামান্ডি)

# সেরা প্রোডাকশন ডিজাইন : সুব্রত চক্রবর্তী ও অমিত রায় (হীরামান্ডি)

# সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক : সঞ্জয় লীলা বনশালি, রাজা হাসান ও শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামান্ডি)

ক্রিটিকস

# সেরা সিরিজ : গানস অ্যান্ড গুলাবস

# সেরা সিনেমা : জানে জান

# সেরা অভিনেতা (সিনেমা) : জয়দীপ আওলাত

# সেরা অভিনেত্রী (সিনেমা) : অনন্যা পাণ্ডে

# সেরা অভিনেতা (সিরিজ) : কে কে মেনন (মুম্বাই মেরি জান)

# সেরা অভিনেত্রী (সিরিজ) : হুমা কুরেশি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com