বর্তমানে জাতি একটি ক্রান্তিলগ্নে আছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, একটি ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
গতকাল রবিবার শপথ নেওয়ার পর আজই প্রথম বৈঠক করে নতুন নির্বাচন কমিশন। বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে, সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া খুব সাধারণ। একটা সুন্দর নির্বাচন।’
নতুন নির্বাচন কমিশন কী ধরনের চ্যালেঞ্জ অনুভব করছে, এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি, চ্যালেঞ্জের চেয়েও বেশি কিছু। আমরা মনে করি, এটা সুযোহ। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। ’
তিনি বলেন, ‘এটা সুযোগ ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া এবং আমরাই সেই ব্যক্তিরা, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা পূরণ করার জন্য। আমরা আত্মবিশ্বাসী, এটা আমরা পূরণ করব। আমরা ওয়াদাবদ্ধ।’
Leave a Reply