1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

যে কারণে ‘ট্রয়’ সিনেমায় অভিনয় করেননি ঐশ্বরিয়া

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বলিউডের আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রায় বচ্চন। কানস ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবদাস’-এর প্রদর্শন হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা। এরপর হলিউডে একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিছু প্রস্তাবে রাজি হয়েছিলেন, বাকি ফিরিয়ে দিয়েছিলেন। ঐশ্বরিয়া রাই বচ্চন

এই ফেরানোর তালিকায় রয়েছে অস্কারজয়ী জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবি। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

মুখ্য চরিত্রে না হলেও এই ছবিতে এক মাঝারি অথচ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তার জন্য অন্তত ৮ মাস হলিউডে থাকতে হত তাকে। ঐশ্বরিয়া তখনও জানতেন না, এটাই হলিউডের নিয়ম।

Aishwarya Rai Bachchan (Photo Courtesy: Social Media)

 

চরিত্র ছোট্ট হলেও যাতে ছবির শুটিং চলার ফাঁকে অভিনেতা-অভিনেত্রীদের ডেট নিয়ে আচমকা কোনও সমস্যা না হয়, তার জন্য এই চুক্তি করে রাখেন বিগ বাজেট হলিউড ছবির নির্মাতারা। অথচ সেই সময় ঐশ্বরিয়ার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দি ছবির পরিচালকদের কাজের প্রস্তাব ছিল। সেইসব ছবির জন্য ডেট-ও দেওয়া ছিল।

তবু একটা চেষ্টা করতে পারতেন তিনি, যদি না তাকে টানা হলিউডে ৮-৯ মাস থাকতেই হবে, এই নির্দেশ না দেওয়া হতো। তাই ছেড়েছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব। শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেন রোজ বায়ির্ন।

Aishwarya Rai Bachchan’s Unrealistic Natural Beauty Transition From 1994 To 2023 Will Leave Your Jaws Dropped On The Floor - See Video Inside

পরবর্তী সময়ে ২০১২ সালে এক সাক্ষাৎকারে ব্রাড পিট এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা আজও তার মনে রয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com