চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ড্রাফট শুরু হয় বেলা সাড়ে ১১টায়। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম দুই রাউন্ড।
প্রথম রাউন্ডে প্রথম ডাকের সুযোগ পায় দুর্বার রাজশাহী। তারা ডেকে নেয় তাসকিন আহমেদকে। পরের সুযোগে জিসান আলমকেও নিয়ে নেয় তারা।
নিজেদের প্রথম ডাকে সুযোগ পেয়ে লিটন দাসকে টানে ঢাকা ক্যাপিটালস। এরপর হাবিবুর রহমান সোহানকে দলভুক্ত করে রাজধানীর দলটি।
প্রথম সুযোগে চট্টগ্রাম কিংস ভিড়িয়েছে শামিম পাটোয়ারীকে। এরপর পারভেজ ইমনকেকেও টানে তারা।
প্রথম ডাকে খুলনা টাইগার্স দলে নেয় হাসান মাহমুদকে, এরপর নাইম শেখকেও টানে তারা। অন্যদিকে সুযোগে রংপুর রাইডার্স দলে টানে নাহিদ রানাকে।
এছাড়া ফরচুন বরিশাল নিয়ে নেয় মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে টানা দ্বিতীয় আসরে একসাথে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ।
সিলেট স্ট্রাইকার্স প্রথমে দলে টানে রনি তালুকদারকে। এরপর মাশরাফী বিন মর্তুজাকেও কিনে দলটি।
প্রথম দুই রাউন্ড শেষে দলগুলো-
ফরচুন বরিশাল
ড্রাফট থেকে : মাহমুদউল্লাহ রিয়াদ।
সরাসরি চুক্তি : তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি, ডেভিড মালান।
রংপুর রাইডার্স
ড্রাফট থেকে : নাহিদ রানা।
সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, এলেক্স হেলস, খুশদিল শাহ।
খুলনা টাইগার্স
ড্রাফট থেকে : হাসান মাহমুদ, নাইম শেখ।
সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ।
সিলেট স্ট্রাইকার্স
ড্রাফট থেকে : মাশরাফী বিন মর্তুজা, রনি তালুকদার
সরাসরি চুক্তি : তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকের আলী অনিক, জর্জে মুন্সি, পল স্টার্লিং।
ঢাকা ক্যাপিটালস
ড্রাফট থেকে : লিটন দাস, হাবিবুর রহমান সোহান।
সরাসরি চুক্তি : মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি, থিসারা পেরেরা, শাহনেওয়াজ দাহানি।
দুর্বার রাজশাহী
ড্রাফট থেকে : জিসান আলম।
সরাসরি চুক্তি : এনামুল হক বিজয় ও জিসান আলম।
চট্টগ্রাম কিংস
ড্রাফট থেকে : শামিম পাটোয়ারী, পারভেজ ইমন।
সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।
Leave a Reply