প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, শেখ হাসিনার এখন ভারতেই থাকা উচিত।
বিক্রমাসিংহে বলেন, ‘শেখ হাসিনার বিষয়ে আমি যতদূর জানি, তাদের অনেক নেতাই দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছে। হাসিনা যদি দেশে থাকতে না চান, তিনি ভারতেই থাকুক। আমরা চাই বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক করার ব্যাপারে জোর দেওয়া হোক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এখন পর্যন্ত তারা সেখানেই আছেন বলে জানা গেছে। দেশে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার। তবে সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
Leave a Reply