ঢাকার উত্তরায় বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা আশেপাশের গলি থেকে মূল সড়কের দিকে আসতে থাকে। এসময় উত্তরা আজমপুর মূল সড়কে তারকাঁটার ব্যারিকেড দিয়ে রাস্তায় আটকে রাখে সেনাসদস্যরা। মূল সড়কে অবস্থান নিয়ে তারা আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য মাইকে আহ্বান জানায়।
প্রায় আধা ঘণ্টা পাশের সড়কে বিক্ষোভ করার পর একপর্যায়ে আন্দোলনকারীরা মূল সড়কে উঠে আসে। এসময় কয়েকটি ফাঁকা গুলির শব্দ শোনা যায়।
তবে আন্দোলনকারীরা সেনা ব্যারিকেডের দিকে এগুতে থাকে।
এ সময় আন্দোলনকারীরা সেনা সদস্যদের ব্যারিকেড তুলে নেয়ার আহ্বান জানায়। তাদের অনেককেই দেখা যায় হাতজোড় করে সেনাসদস্যদের সরে যাওয়ার অনুরোধ করতে। কেউ কেউ সেনাসদস্যদের পা জড়িয়ে ব্যারিকেড সরিয়ে নেয়ার অনুরোধ করতে থাকেন।
বেশ কিছুক্ষণ শ্লোগান চলার পর সেনাসদস্যরা রাস্তা থেকে সরে যায়। পরে উত্তরা আজমপুর থেকে রাজলক্ষী পর্যন্ত মূল সড়কে কয়েকহাজার বিক্ষোভকারী মিছিল করতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো বাধা দেয়া হয়নি।
ধীরে ধীরে আন্দোলনকারীদের সাথে একের পর এক মিছিল যোগ দিতে থাকলে তারা বিমানবন্দরের দিকে এগুতে থাকেন।
দুপুর ১টার দিকে হাজার হাজার বিক্ষোভাকারীদের মিছিল শ্যাওড়া হয়ে বনানীর দিকে এগুতে দেখা যায়।
সড়কের বিভিন্ন স্থানে পুলিশ এবং সেনা মোতায়েন থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি।
সূত্র : বিবিসি
Leave a Reply