ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। প্রতি ঘণ্টায় প্রায় ২০ বর্গকিলোমিটার বিস্তৃত হচ্ছে এই দাবানল। এখন পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গতকাল শনিবার পর্যন্ত এর ১ শতাংশও নিয়ন্ত্রণে আনা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রায় আড়াইহাজার দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখ পর্যন্ত ৩ লাখ ৪৮ হাজার একর জমি পুড়ে গেছে দাবানলের আগুনে। চলতি বছর এত বড় দাবানলের ক্যালিফোর্নিয়ায় সৃষ্টি হয়নি।
বাতাসের গতির তীব্রতার কারণে আগুন নেভানো সম্ভব হচ্ছে না। আগুন নেভাতে কাজ করছে কমপক্ষে ১৬টি হেলিকপ্টার। সে সাথে, একাধিক এয়ার ট্যাঙ্কার থেকে পানি ফেলা হচ্ছে।
বুধবার পার্কে ঘটা এক অগ্নিসংযোগের ঘটনা থেকেই এই দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনের সূত্রপাতের অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩৪টি কাঠামো ধ্বংস হয়েছে। আরও ৪ হাজার ২০০টি কাঠামো হুমকির মধ্যে রয়েছে।
Leave a Reply