ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
আজ সোমবার বিকেল ৩টার কিছু পর এই ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মী ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর হলে অবস্থান নেন। পরে তারা হলের তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুড়তে থাকেন। শিক্ষার্থীরাও হলের দেয়ালের ওপর দিয়ে পাল্টা ইট ছুড়তে থাকেন।
এদিকে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেলা সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে তারা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
Leave a Reply