করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ২৪ হাজার ৯৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫ লাখ ৮২ হাজার ৯০৭ জন।
বিশ্বজুড়েই তাণ্ডব চালিয়ে যাওয়া প্রাণঘাতী করোনাভাইরাস চীনে প্রথম শনাক্ত হলেও ইউরোপ লণ্ডভণ্ড করে এখন আমেরিকা মহাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি চালাচ্ছে। ইতোমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটি বহু চেষ্টায়ও বাগে আনতে পারছে না ভাইরাসটিকে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৫৭ হাজারের বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জনে।
মেগাসিটি নিউইয়র্কে সর্বোচ্চ ৪ লাখ ২২ হাজার ৮৫১ জন আক্রান্ত। সেখানে ৩২ হাজার ২৬৭ জন মারা গেছেন। ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ২ লাখ ৭৭ হাজার ৪৩৩ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪৫ জনের। এছাড়া টেক্সাসে ২ লাখ ১০ হাজার ৬ জন, ফ্লোরিডায় ২ লাখ ৬ হাজার ৪৪৭ জন, নিউ জার্সিতে ১ লাখ ৭৭ হাজার ৩৮৪ জন রোগী শনাক্ত হয়েছে। ইলিনয়ে ১ লাখ ৪৮ হাজার ৯৮৭ জন, ম্যাসাচুসেটসে ১ লাখ ১০ হাজার ১৩৭ জন, অ্যারিজোনায় ১ লাখ ১ হাজার ৪৪১ জন, জর্জিয়ায় ৯৭ হাজার ৬৪ জন ও পেনসিলভানিয়ায় আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ১৮৭ জন।
নিউ জার্সিতে ১৫ হাজার ৩০২ জন মারা গেছেন। এছাড়া ম্যাসাচুসেটসে ৮ হাজার ১৯৮ জন, ইলিনয়সে ৭ হাজার ২৩৬ জন, পেনসিলভানিয়ায় ৬ হাজার ৮০৫ জন, মিশিগানে ৬ হাজার ২২১ জন, কানেকটিকাটে ৪ হাজার ৩৩৮ জন, ফ্লোরিডায় ৩ হাজার ৭৭৮ জন, লুইজিয়ানায় ৩ হাজার ৩০২ জন ও মেরিল্যান্ডে ৩ হাজার ২৪৬ জন মারা গেছেন।
Leave a Reply