যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ফৌজদারি মামলার বিচারে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে গতকাল হাজির হয়েছিলেন। বিচারকাজ পরিচালনায় পূর্ণ ১২ সদস্যের জুরি গঠনের পর সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্কের শুনানিতে তিনি আদালতে হাজির হন।
বিবিসি জানিয়েছে, আদালতে ঢুকতে ঢুকতেই এদিন ট্রাম্প এই বিচার নিয়ে অভিযোগ করেছেন। বিচারের এই দিনকে ‘আমেরিকার জন্য খুব খুবই দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন তিনি। ম্যানহাটনের আদালতে এদিন তাদের প্রাথমিক আইনি যুক্তিতর্ক চলে প্রায় ৪০ মিনিট। আর ট্রাম্পের অ্যাটর্নিরা যুক্তিকর্ত করেন প্রায় ২৫ মিনিট।
ট্রাম্পের ভাগ্য এখন ঝুলছে কৌঁসুলিদের পাশাপাশি অ্যাটর্নিরাসহ বিচারক এবং ১২ জুরির ওপর। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।
Leave a Reply