হার অনুমেয়ই ছিল। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে কত দ্রুত বাংলাদেশ অলআউট হয়ে যায় সেটাই ছিল দেখার। বেশিক্ষণ টিকে থাকতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সেশনেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।
মেহেদি হাসান মিরাজ লড়াই চালালেও তার অপরাজিত ৮১ রান বৃথা গেছে। ৫১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে ৩১৮ রানে। তাতে লংকানদের জয় ১৯২ রানে। দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০-তে জিতে নিল তারা।লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে আজ পঞ্চম ও শেষ দিন শুরু করে বাংলাদেশ। ইতিবাচকভাবেই খেলে যাচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মিরাজ এবং তাইজুল ইসলাম। আগের দিন ৪৪ রানে অপরাজিত থাকা মিরাজ দিনের পঞ্চম ওভারে কামিন্দু মেন্ডিসের বলে দারুণ একটি ড্রাইভে চার মেরে টেস্ট ক্যারিয়ারে নিজের ষষ্ঠ ফিফটি পূর্ণ করেন।
ধীরে ধীরে জমতে থাকা এই দুজনের জুটি ভাঙেন সেই কামিন্দু।
মিরাজের ফিফটির ৩ বল পর তাইজুলকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের ডেলিভারি দূর থেকে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তাইজুল। ফেরেন ১৪ রানে। ভাঙে ৩৮ রানের অষ্টম উইকেট জুটি। তারপর হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ তিন শ পার করেন মিরাজ।দুজনের জুটিতে আসে ৩১ রান। হাসান ৬ রানে আউট হলে ভাঙে এই জুটি।
এরপর খালেদ ২ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩১৮ রানে। ৮১ রানে অপরাজিত থেকে দলের হার দেখে মাঠ ছাড়তে হয় মিরাজকে।
Leave a Reply