২৩ জুন নিউইয়র্কে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচনে এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ২৪ থেকে জুডিশিয়াল ডেলিগেট পদে জয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভ’ত মাহফুজুল রহমান ইমরান। ডাকযোগে পাঠানো ভোট গণনার আগেই কেন্দ্রে এসে প্রদানকারীদের ২৬৮২ ভোট পেয়েছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। জ্যামাইকার বাসিন্দা ইমরানের জন্ম ১৯৯১ সালে এবং তার বাবা কমিউনিটি বোর্ড মেম্বার তৈয়েবুর রহমান হারুন এর আগের নির্বাচনে সিটি কাউন্সিলে ডেমক্র্যাটিক পার্টি থেকে লড়েছেন।
প্রসঙ্গত: উল্লেখ্য যে, ২৩ জুনে দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে কংগ্রেস, স্টেট এ্যাসেম্বলী এবং স্টেট সিনেটে বেশ ক’জন বাংলাদেশী লড়েছেন। কেউই তেমন ভোট লাভে সক্ষম হননি। নির্বাচন-পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন যে, বহুজাতিক এই সমাজে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল মানুষের আস্থা অর্জন ব্যতিরেকে কোন নির্বাচনেই জয়ী হওয়া সম্ভব নয়। বাংলাদেশী-আমেরিকানরা ভোটার হিসেবে কোন কোন এলাকায় বড় ধরনের ফেক্টর বলে মনে হলেও তারা ঐক্যবদ্ধ হতে পারেন না আঞ্চলিক এবং অন্যান্য কারণে। এজন্যে নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, ওজনপার্ক, ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকা থেকে এখন পর্যন্ত কেউ সিটি কাউন্সিলের মেম্বারও হতে পারেননি।
জ্যাকসন হাইটস সংলগ্ন সানিসাইড নিয়ে গঠিত কম্যুনিটি বোর্ড-২ এ পুনরায় মেম্বার পদে অধিষ্ঠিত হয়েছেন পেশাগত সততার মাধ্যমে মার্কিন মুল্লুকে বাঙালিদের সুনাম সমুন্নত রাখতে অনন্য ভ’মিকা পালনকারি ওসমান চৌধুরী। কয়েক বছর আগে তার ট্যাক্সিতে কয়েক মিলিয়ন ডলারের হীরা-অলংকার ফেলে গিয়েছিলেন এক যাত্রী। সেসব অলংকার তিনি পরবর্তীতে ঐ যাত্রীকে খুঁজে ফেরৎ দিয়ে সততার ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করেছিলেন সারা আমেরিকায়। ডেমক্র্যাটিক পার্টির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি অভিবাসী সমাজের কল্যাণে সদা ব্যস্ত ওসমান চৌধুরী বলেছেন, গণ-পরিবহন সম্পর্কিত কমিটিতে রাখা হয়েছে আমাকে। সেখান থেকেই অভিবাসী সমাজের অধিকার সুরক্ষায় পরামর্শ দিচ্ছি সিটি প্রশাসনে।
এদিকে, ব্রঙ্কসে এ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৯৭ এর ডিস্ট্রিক্ট লিডার পদে জয়ী হতে না পারলেও কমিউনিটির সুপরিচিত মোহাম্মদ এন মজুমদার আবারো কমিউনিটি বোর্ড মেম্বার-৯ এ মনোনীত হয়েছেন।
গত ১০ বছর থেকেই তিনি কমিউনিটি প্ল্যানিং বোর্ডে ‘ল্যান্ড এ্যান্ড জোনিং কমিটি’র চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালনের মধ্যদিয়ে স্থানীয় প্রবাসীসহ অভিবাসীদের নানা সমস্যার সমাধানে সোচ্চার থাকা মোহাম্মদ এন মজুমদার বহুবছর আগে নোয়াখালী থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন।
খ্যাতনামা একটি ল’ ফার্মে যুক্ত থেকে বহু প্রবাসীকে আইনগত সহায়তা দিয়েছেন। এছাড়া আগে থেকেই কমিউনিটি বোর্ডে আরো রয়েছেন আব্দুর রহিম হাওলাদার, আহসান হাবীব, মামনুনুল হক, আব্দুল মুকিত চৌধুরী, শাহনেওয়াজ, মোহাম্মদ আলী প্রমুখ।
Leave a Reply