জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুপ্রবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে। এতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে আটজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বাকি ছয়জন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শুক্রবার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে শহরের বনপাড়া রেল ক্রসিংয়ে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ জানান, রাত আনুমানিক ৮টার দিকে তারা কয়েকজন শিক্ষার্থী ওই এলাকা দিয়ে আসছিল। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের পথরোধ করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এতে প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ ঘটনায় স্থানীয় লোকজন ও কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে আট শিক্ষার্থী আহত হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম ইউসুফ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটি মিটিংয়ে আছি। ২০ মিনির পর ফোন করুন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামারুল আলম খান সাংবাদিকদের জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়ার প্রয়োজনীয় ব্যবস্থা চলছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহব্বত কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply