আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থিতার লড়াইয়ে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জয় পেয়েছেন নিকি হ্যালি। গতকাল রবিবার রাজধানী ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয় পান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কোনো প্রাইমারি জেতা প্রথম রিপাবলিকান নারী নিকি। তবে সব মিলে ডোনাল্ড ট্রাম্প তার চেয়ে অনেক এগিয়ে আছেন। আগামী নির্বাচনে তার লড়াই করার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
এর আগে নিজের জন্মভূমি সাউথ ক্যারোলিনাতেও হেরে গিয়েছিলেন নিকি। তবে রাজধানীতে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন নিকি হ্যালি। অন্যদিকে ট্রাম্পের ভোট ৩৩ দশমিক ২ শতাংশ। তবে দেশজুড়ে নিকির সমর্থন ৪৩, আর ট্রাম্পের ২৪৭।
ভারতীয় বংশোদ্ভ‚ত মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর। ট্রাম্প প্রশাসনে তিনি জাতিসংঘে মার্কিন দূত হিসেবে দায়িত্বপালন করেছেন।
Leave a Reply