মিয়ানমার বাহিনীর তুমুল সংঘর্ষে ছুটে আসা মর্টারশেল ও ভারী অস্ত্রের বর্ষণে কাঁপছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু-থাইংখালি-পালংখালীর ২০ কিলোমিটার সীমান্ত। উত্তপ্ত সীমান্ত পরিস্থিতে বাংলাদেশের ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। ওই সব এলাকায় এখন চোরে উপদ্রব বেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
এদিকে ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, তিনি বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশে ঘুমধুম ও তুমব্রেুর যে সব গ্রাম রয়েছে তাদের সবাইকে নিরাপদে সরে যেতে বলেছেন।
তিনি দাবি করেন, যাদের কোথাও আশ্রয়ের সুযোগ নেই, তাদের জন্যে দু’টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাদের খাবারসহ সব ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে স্থানীয় বিজিবির সূত্রগুলো জানায়, সঙ্ঘাতের জের ধরে জান্তা বাহিনীর বিজিপি ২৬৪ সদস্য জীবন বাঁচাতে এদেশে ঢুকে পড়েছে গত তিন দিন ধরে। তাদের তুমব্রু, ঘুমধুম, পালংখালীসহ সীমান্ত বিওপিগুলোতে নিরাপদে রাখা হয়।
বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশে গ্রামের লোকজনকে নিরাপদস্থল উত্তর ঘুমধুমের বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে অস্থায়ী করে সেখানে চলে যেতে বলা হয়।
ডিসি এবং স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের নির্দেশে স্থানীয় লোকজকে সরে যেতে বলা হয়েছে। ঘুমধুম সাত নম্বর ওয়ার্ডের ১নং উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়কে জনগণের জন্য আশ্রয় শিবির হিসেবে ঘোষণা করা হয়েছে। যারা অর্থাভাবে আশ্রয় শিবিরে যেতে পারছেন না তাদের গাড়ি ভাড়ার জন্য চেয়ারম্যান টাকা দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন দুই নাম্বার ওয়ার্ডের আনসার সদস্য জনাব আমির বশর।
এদিকে মিয়ানমার রাখাইন প্রদেশের মংডু জেলার উত্তরে তুমব্রু রাইট বিজিপি ক্যাম্প ও তুমব্রু লেফট (ঢেকুবনিয়া) ০২ নং বিজিপির ব্যাটালিয়ন সদর বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি দখলে নেয়ার জন্য গত ৩ ফেব্রুয়ারি (শনিবার) গভীর রাত হতে সশস্ত্র আক্রমণ শুরু করলে মিয়ানমারের সেনা /বিজিপি পাল্টা আক্রমণ শুরু করেন। তুমব্রু রাইট বিজিপি ক্যাম্প টানা ১৪ ঘণ্টাব্যাপী প্রচণ্ড আক্রমণের ফলে পরদিন গত (৪ ফেব্রুয়ারি) বিদ্রোহী গ্রুপ দখলে নিয়েছেন।
পরর্বতীতে গত ০৫ (সোমবার) ফেব্রুয়ারি গভীর রাত ১২টা থেকে তুমব্রু লেফট ক্যাম্প (ঢেকুবনিয়া) ০২ নং বিজিপির ব্যটলিয়ন সদর দখলে নেয়ার জন্য বিদ্রোহী গ্রুপ এ আক্রমণ শুরু করলে মায়ানমার সেনা ও বিজিপি পাল্টা আক্রমণ শুরু করেন। দফায় দফায় উভয়ের মাঝে আক্রমণের ফলে ৫ ফেব্রুয়ারি সেনাদের একটি মর্টার শেল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলপাইতলী গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার রান্না ঘরে পড়ে। মটর শেলের আঘাতে বাদশা মিয়ার স্ত্রী হোছনেআরা ও একজন রোহিঙ্গা শ্রমকিসহ দু’জন নিহত হয়।
বিদ্রোহী গ্রুপ ও সেনা বিজিপির মাঝে সংঘর্ষে ঝুকিপূর্ণ হিসেবে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম, জলপাইতলী, তুমব্রু পশ্চিমকুল, ক্যাম্প পাড়া, বাজার পাড়া, কোনারপাড়া, মধ্যম পাড়া, ঘোনার পাড়া, উত্তর পাড়া, ভাজাবনিয়া পাড়া, উলোবনিয়া পাড়া, চাকমা পাড়া ও বাশঁ বাগান পাড়ার লোকজনকে বান্দরবান জেলার জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জনাব একেএম জাহাঙ্গীর আজিজের নেতৃত্বে সরিয়ে ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কার্যক্রম শুরু করছেন বলে জানা যায়।
বিদ্রোহী গ্রুপ ও মিয়ানমার সেনা ও বিজিপির মাঝে সংঘর্ষের সূত্র ধরে মিয়ানমারে বসবাসরত কিছু রোহিঙ্গা নাফ নদী পাড়ি দিয়ে এবং স্থল পথে বাংলাদেশ অনুপ্রবেশের সুযোগ নেয়ার প্রচেষ্টায় রয়েছেন বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
এদিকে মিয়ানমার সেনা বিজিপির ক্যাম্প ও ব্যাটলিয়ান দখলকে কেন্দ্র করে বিদ্রোহী গ্রুপ ও সেনা বিজিপির শত শত গুলি ও কিছু শক্তিশালী মর্টার শেল বাংলাদেশর বিশেষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও ঘুমধুম এলাকায় আঘাত করেন বলে জানা যায়। বান্দরবান জেলা প্রশাসন উপরোক্ত সীমান্তবর্তী গ্রাম ও পাড়াগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে এবং জনগণের জানমাল রক্ষার্থে লোকজনকে সাময়িক সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়ার কার্যক্রম শুরু করছে বলে জানা যায়।
সর্বশেষ মঙ্গলবার রাত ৮টা নাগাদ ঘুমধুম ও তুমব্রুসহ সীমান্তের ১৩ গ্রামে কোনো মানুষ নেই। আতঙ্ক ছড়িয়ে পড়া গ্রামগুলোতে শুন-শান নীরবতা। দোকান পাট বন্ধ দুই দিন ধরে। মাঝেমধ্যে বাড়ির পাহারা জন্যে পুরুষ থাকলেও তারা বাড়ি থেকে বের হচ্ছে না।
এমতাবস্থায় পাশের অনেক রোহিঙ্গাকে সে সব এলাকাতে ঘোরাফেরা করতে দেখা গেছে। রাতে চোর-ডাকাতের বিচরণ বেড়ে গেছে গেছে মন্তব্য অনেকের।
দুয়েকজন গ্রামবাসীর মধ্যে কয়েকজনের সাথে কথা জানা গেছে, তারা ভয় পাচ্ছে চোর-ডাকাতের। কখন কারা এখানে হানা দেবে বলে আতঙ্কে রয়েছেন তারা।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল মান্নান বলেন, তিনি বিষয়টি বিবেচনায় এনে গত দুই দিন ধরে সীমান্তের গ্রামগুলোতে পুলিশী টহল বৃদ্ধি করেছেন। রাতে এ অভিযান আরো সতর্কতার সাথে করা হচ্ছে। যেন বাড়ি-ঘর ছেড়ে যাওয়া লোকজনের যানমাল নিরাপদ থাকে।
Leave a Reply