দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
এর আগে রেকর্ড পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভার শুরুতে সচিবদের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ফুল দিয়ে অভিনন্দন জানান। এর পর উপস্থিত সচিবদের উদ্দেশে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, এই সভা থেকেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে সরকারপ্রধান দিক নির্দেশনা দিতে পারেন। এ ছাড়া ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হবে।
Leave a Reply