পবিত্র রমজান মাস পর্যন্ত টিসিবির পণ্য সরবরাহে কোনো প্রকার সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে টিসিবির জানুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘টিসিবির মাধ্যমে আমরা রমজানে পাঁচটি পণ্য দেব। এখন দিচ্ছি তেল, চিনি, ডাল, চাল। সারাদেশে এক কোটি পরিবার এই চারটি পণ্য পাবে।’
তিনি বলেন, ‘আমরা খেটে খাওয়া মানুষদের টিসিবির পণ্যের আওতায় আনতে চেষ্টা করব। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে টিসিবির পণ্যের সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়। আমরা সাড়ে সাত হাজারের বেশি ডিলারের মাধ্যমে টিসিবির কর্মযজ্ঞ পরিচালনা করি। তা না হলে এটি সম্ভব হতো না। ’
প্রতিমন্ত্রী বলেন, যারা সৎভাবে ব্যবসা করবেন তাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা থাকবে। তবে রমজান সামনে রেখে যারা কারসাজি বা পণ্য মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করবে তাদের ব্যাপারে কঠোর হতে সরকার একটুও পিছপা হবে না।
Leave a Reply