খালিস্তান আন্দোলনের অন্যতম নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় এবার গোপন ব্রিফিং করল যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন। মার্কিন কংগ্রেসের পাঁচ ভারতীয় বংশোদ্ভূত সদস্যকে ডেকে এই ব্রিফিং হয়। পরে যৌথ বিবৃতিতে কংগ্রেস সদস্যরা জানিয়েছেন, যে অভিযোগ আনা হয়েছে, তা উদ্বেগজনক। বিষয়টির যদি সমাধান না করা হয়, তাহলে মার্কিন-ভারত সম্পর্কের ‘বড় ক্ষতি’ হতে পারে। তবে সূত্রের খবর, কানাডায় শিখ হত্যার সঙ্গে এই ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই। এই হত্যার ষড়যন্ত্রের ঘটনায় নভেম্বর মাসে নিউইয়র্ক আদালতে চার্জশিট জমা দিয়েছিল
মার্কিন অ্যাটর্নি জেনারেলের দফতর। তাতে উল্লেখ করা হয় শুধুমাত্র নিখিল গুপ্তা নামে এক ভারতীয়ের নাম। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে।
জানা গেছে, এই গোপন ব্রিফিংয়ে ছিলেন পাঁচ ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্য অমি বেরা, প্রমীলা জয়পাল, রো খান্না, রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার।
অন্যদিকে, রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ‘দুই ঘটনার বিষয় সম্পূর্ণ আলাদা। ভারত অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত বিচক্ষণ দেশ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সময়ে সময়ে এই ধরনের চ্যালেঞ্জ দেখা দেয়।’
উল্লেখ্য, আমেরিকার অভিযোগের পর গত ১৮ নভেম্বর বিষয়টি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে ভারত সরকার।
ভারত সরকার তাকে হত্যা করার চেষ্টা করেছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করছে।
তিনি শিখ ধর্মাবলম্বীদের জন্য ভারতের পাঞ্জাব এবং আশপাশের এলাকা নিয়ে খালিস্তান নামে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে জড়িত বলে জানা গেছে।
সূত্র : আজকাল ও অন্যান্য
Leave a Reply