বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকার বিরোধী পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গতকাল বৃহস্পতিবার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
জাখারোভা বলেন, অক্টোবরের শেষদিকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশ আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে স্থানীয় বিরোধী দলের একজন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। আর এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।
তিনি আরও বলেন, আমরা বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথা বলে আসছি।নির্বাচন যেন ‘স্বচ্ছ ও অংশগ্রহণমূলক’ মূলক হয় এই দাবির ছদ্মবেশে তারা অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply