জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ বুধবার অবিলম্বে গাজায় মানবিক বিরতি এবং সাহায্য করিডোর খেলার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর এই প্রথম জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ কোনো প্রস্তাব গ্রহণ করতে সক্ষম হলো। এর আগের প্রস্তাবগুলো স্থায়ী সদস্যদের ভেটোর কারণে বাতিল হয়ে গিয়েছিল।
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া।
প্রস্তাবটিতে প্রতিটি বেসামরিক নাগরিকের কাছে সাহায্য পৌঁছার জন্য পর্যাপ্ত সময় মানবিক বিরতির কথা বলা হয়েছে। প্রস্তাবটির প্রায় প্রতিটি প্যারাগ্রাফে শিশুদের কথা বলা হয়েছ্
মাল্টার উত্থাপিত প্রস্তাবটিতে সকল বন্দীর মুক্তি এবং গাজার বেসামরিক নাগরিকদের মৌলিক সামগ্রী ও পরিষেবা থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত ভবনগুলোর নিচে আটকরা পড়াদের উদ্ধারের কাজ জরুরিভিত্তিতে শুরু করার আহ্বানও জানানো হয়। তাছাড়া ফিলিস্তিনিদের বলপূর্বক উচ্ছেদের কথাও এতে প্রত্যাখ্যান করা হয়।
ভোটের আগে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবানজিয়া ‘অবিলম্বে, টেকসই ও স্থায়ী মানবিক বিরতির আহ্বান জানান, যা পরে বৈরিতার অবসান ঘটাবে।’ তবে পরিষদ তা ভোটে বাতিল করে দেয়, মাত্র পাঁচ সদস্য এর পক্ষে ভোট দেয়।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ই গাজা সঙ্ঘাতে কোনো পদক্ষেপ গ্রহণ করতে একে অপরকে অভিযুক্ত বা একে অপরের প্রস্তাবে বাধা দিয়ে আসছে।
সূত্র : আরব নিউজ
Leave a Reply