ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে গতকাল সোমবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, এতে কয়েক ডজন নিহত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাবালিয়া ক্যাম্প সার্ভিসের কাছে ঘনবসতি এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গত ৭ অক্টোবর ইসরায়েল অভিমুখে হামাস আকস্মিক হাজার হাজার রকেট ছুড়ে। তাদের দাবি, মাত্র ২০ মিনিটে তারা ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ জন। আহত তিন হাজারের বেশি। এরপর থেকেই পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
তাদের হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৭ হাজারই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে ২৮ হাজারের বেশি জন। সেইসঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায়, হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। এসবের মধ্যে হাসপাতাল, মসজিদ, চার্চ এবং স্কুলও আছে।
Leave a Reply