অ্যালান ডোনাল্ডের বিদায় নিয়ে যখন মুখর ক্রিকেট পাড়া, রঙ্গনা হেরাথকে নিয়েও উঠেছে গুঞ্জন; তখন রাখঢাক না রেখে সরাসরি বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীনিবাসন চন্দ্রশেখরান।
বিশ্বকাপ শেষ হয়ে সারেনি, পালাবদল শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে। ক্রিকেটারদের কেউ বিদায় বলবেন কিনা, তা নিয়ে এখনো খবর না পাওয়া গেলেও বিদায় নিচ্ছেন জাতীয় দলের দায়িত্বশীলদের অনেকেই। যেখানে সংযোজন হলো কম্পিউটার এনালিস্ট।
হতাশার ভারত বিশ্বকাপ মিশনে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে ১১ নভেম্বর। পুনেতে যেখানে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীনিবাস। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
এনালিস্ট হিসেবে শ্রীনিবাস বেশ জনপ্রিয় নাম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ব্যাপক চাহিদা। তবুও তাকে বাংলাদেশ দলে ভিড়িয়েছিল আইপিএলে কাজ করতে দেয়ার শর্ত মেনে। ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব দেয়া হয় তাকে।
সেই থেকে আজ, পাঁচ বছরের বেশি সময় ধরে দলকে সার্ভিস দিচ্ছেন শ্রীনিবাস। তবে আর নয়, শনিবারই বাংলাদেশ ক্রিকেটে তার শেষ কর্ম দিবস। বিষয়টা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন শ্রীনি। তিনি লিখেন-
‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী কালকের ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলবো। বাংলাদেশের সাথে পুরো সময়টা ছিল শেখার, স্মৃতির, উত্থান-পতনের। ব্যাপারগুলো নিয়ে আমি বাকি জীবন তৃপ্তি পাবো।’
‘আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ এবং অধিনায়কদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে বিশ্বাস করেছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে।’
‘বাংলাদেশ ক্রিকেট সবসময় আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে এবং আমি দলের অগ্রগতি গভীরভাবে অনুসরণ করব।’
এরপর তার অধীনে খেলা বাংলাদেশের ম্যাচগুলোর পরিসংখ্যান তোলে ধরেন শ্রীনিবাস। লিখেন ‘টেস্ট- ২৫, টি-টোয়েন্টি- ৭৫ ও ওডিআই- ৮৩। কৃতজ্ঞ এবং ঋণী সবসময়।’
Leave a Reply