গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে হোয়াইট হাউসের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন কানাডার জনপ্রিয় নারী কবি রুপি কৌর। দীপাবলি উদযাপনের আয়োজনে রুপিকে আমন্ত্রণ জানিয়েছিল বাইডেন প্রশাসন। খবর বিবিসির।
হোয়াইট হাউসের আয়োজনে স্থানীয় সময় ৮ নভেম্বর দিওয়ালি অনুষ্ঠান হওয়ার কথা। অনুষ্ঠানের হোস্ট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ইসরায়েলকে বাইডেন প্রশাসনের সমর্থনের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভারতে জন্মগ্রহণকারী কবি রুপি বলেছেন, বেসামরিক মানুষের ওপর ‘নির্বিচার শাস্তি’কে সমর্থন করে যাচ্ছে- এমন একটি প্রতিষ্ঠানের কোনো আমন্ত্রণ গ্রহণ করবো না।
অন্যান্য দক্ষিণ এশীয়দেরও মার্কিন সরকারকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন কবি রুপি।
ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান লেখক রুপি কৌর বেশ কয়েকটি কবিতার বইয়ের জন্য বিখ্যাত। তার প্রশংসিত একটি বই ‘মিল্ক অ্যান্ড হানি’।
কবি রুপি বলেন, আমি আশ্চর্য যে হোয়াইট হাউস দীপাবলি উদযাপন করা গ্রহণযোগ্য বলে মনে করছে। এটি আলোর উৎসব যা একটি মিথ্যার উপর ভিত্তি করে ধার্মিকতা এবং জ্ঞানকে ছাপিয়ে অজ্ঞতার উদযাপন ছাড়া কিছুই নয়।
রুপি অভিযোগ করেন, অন্যদিকে মার্কিন সরকার ‘ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যাকে’ ন্যায্যতা দিচ্ছে।
গাজায় এক মাসের বেশি সময় ধরে নির্বিচার বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। আর ইসরায়েলকে অস্ত্র-অর্থ দিয়ে সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ১০ হাজার ৩০০’র বেশি মানুষ। তাদের বেশির ভাগই নারী-শিশু।
জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্ব যখন গাজায় একটি যুদ্ধবিরতির কথা বলছে, তখন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন যুদ্ধবিরতিকে সমর্থন করতেও অস্বীকার করেছে। স্বল্প সময়ের জন্য মানবিক ‘বিরতি’ করার পক্ষে বলেন বাইডেন।
বাইডেন ও তার প্রশাসনের এমন পক্ষপাতিত্বের সমালোচনা করে রুপি বলেন, বাইডেন প্রশাসনের এই দিওয়ালি উৎযাপনের মতো কর্মকাণ্ডকে বলবো এটা একটি হোয়াইটওয়াশ। আমি একজন শিখ মহিলা হিসেবে তাতে জড়াবো না।
Leave a Reply