গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি নিশ্চিত করার সম্ভাব্য হাতিয়ার হিসেবে তিন দিনের জন্য ইসরাইলি হামলার বিরতির প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুই মার্কিন ও ইসরাইলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিয়স এ তথ্য জানিয়েছে।
একটি সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও কাতারের মধ্যে চলমান আলোচনার কথা জানিয়ে অ্যাক্সিয়স বলেছে যে এর মাধ্যমে হামাস ১০ থেকে ১৫ জনের একটি দলকে মুক্তি দিতে পারে। আর এই বিরতির সময় বন্দীদের পরিচয় যাচাই করা হবে, তাদের পরিচয় সম্পন্ন করা হবে।
এদিকে হোয়াইট হাউস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেন ও নেতানিয়াহু ‘কৌশলগত বিরতি’ নিয়ে আলোচনা করেছেন। এর লক্ষ্য হবে বেসামরিক লোকদের সরিয়ে নেয়া এবং ত্রাণ সরবরাহ নিশ্চিত করা।
মধ্যপ্রাচ্য নিয়ে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ
জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ মধ্যপ্রাচ্য সঙ্কট নিরসনে ৯ নভেম্বর উন্মুক্ত বৈঠকে বসবে।
জাতিসঙ্ঘে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি লানা জাকি নুসেবেহ এ কথা জানান।
তিনি বলেন, পালাক্রমে চলতি মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা চীন গাজা উপত্যকার মানবিক বিপর্যয়ের বিষয়ে নিয়মিতভাবে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক নিরপত্তা পরিষদের বৈঠকের আয়োজন করবে।
লানা জাকি নুসেবেহ আরো জানান, নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য রাষ্ট্রের উত্থাপিত নিজস্ব খসড়া প্রস্তাবের ওপর আলোচনায় সকল ১৫ সদস্যই অংশ নেবে।
নিরাপত্তা পরিষদ গত মাসে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ-সংক্রান্ত চারটি খসড়া প্রস্তাবের একটিও পাশ করতে পারেনি।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য রাষ্ট্র বর্তমানে নিজেরাই একটি খসড়া প্রস্তাব তৈরি করছে। যেখানে পূর্ববর্তী প্রস্তাবের শর্তগুলো জুড়ে দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। ইসরাইলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এই আক্রমণ অব্যাহতভাবে চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। এদের মধ্যে চার হাজারেরও বেশি নারী ও শিশু রয়েছে।
সূত্র : আল জাজিরা, এএফপি এবং অন্যান্য
Leave a Reply