লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলি সামরিক যানে হামলা করেছে। হিজবুল্লাহ বলছে, তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের ওপারে থাকা একটি ইসরাইলি সামরিক যানে হামলা করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী রোববার নিশ্চিত করেছে, লেবানন থেকে উত্তর ইসরাইলের ইফতাতে একটি অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তবে এতে হতাহতের হয়েছে কি-না তা তারা জানায়নি।
হিজবুল্লাহ আরো কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কথা বলেছে, যা সীমান্তে ইসরাইলি সরঞ্জাম ধ্বংস করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে,তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম লেবানন থেকে ইসরাইলের দিকে উড়ে আসা একটি ড্রোনকে বাধা দেয়।
ফিলিস্তিনি সমর্থিত হিজবুল্লাহ ও ইসরাইলের যুদ্ধে লেবানন জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে।
সূত্র : আল-জাজিরা
Leave a Reply