গাজা উপত্যকায় এবার অ্যাম্বুলেন্স বহরে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবারের এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইল এর আগে হাসপাতাল, উদ্বাস্তু শিবির এবং স্কুলেও হামলা চালিয়েছিল।
ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৪.০৫ [১৪:০৫ জিএমটি]-এ আস-শিফা হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স বহর রওনা হয়। এতে সমন্বয়ের দায়িত্ব পালন করে গাজার ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।
এতে আরো বলা হয়, বহরটি মিসরে যাওয়ার জন্য রাফাহ সীমান্ত ক্রসিংয়ের দিকে চাচ্ছিল। বহরে থাকা পাঁচটি অ্যাম্বুলেন্সের চারটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, একটি ছিল রেড ক্রিসেন্টের।
বহরটি আল-রাশিদ উপকূলীয় রাস্তা দিয়ে চার কিলোমিটার যাওয়ার পর বোমা বিধ্বস্ত রাস্তা দিয়ে এগুনো অসম্ভব দেখতে পায়।
ফলে গাড়িগুলো আস-শিফা হাসপাতালে ফিরতে থাকে। গাড়িগুলো যখন হাসপাতালের প্রায় এক কিলোমিটারের মধ্যে চলে এসেছিল, তখন বহরের প্রথম অ্যাম্বুলেন্সটির ওপর সরাসরি হামলা চালানো হয়। এটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স।
অপর গাড়িগুলো হাসপাতালের দিকে চলতে থাকে। প্রথম অ্যাম্বুলেন্সটি আস-শিফা হাসপাতালের কাছাকাছি যেতেই সামনের গাড়ির ওপর হামলা চালানো হয়।
এতে বলা হয়, হামলায় ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
সূত্র : আল জাজিরা
Leave a Reply