গাজায় প্রবেশকারী ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুমকি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটির সামরিক উইং আল কাসসামের মুখপাত্র আবু ওবায়দা বৃহস্পতিবার (২ নভেম্বর) এক টেলিভিশন ভাষণে ইসরায়েলকে এই হুমকি দেন। খবর রয়টার্স।
ওই ভাষণে আবু উবাইদা দাবি করেন, গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা সেনাবাহিনী যা ঘোষণা করছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এ সময় তিনি ইসরায়েলি বাহিনীকে সতর্ক করে বলেন, ইসরায়েলের ইতিহাসের জন্য অভিশাপ হয়ে থাকবে গাজা। স্থলযুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, হামাসের হাতে থাকা গাজা উপত্যকার গাজা সিটি ইসরায়েলি সেনারা ঘিরে ফেলেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, আমাদের সেনারা হামাসের কেন্দ্রীয় আস্তানা গাজা সিটি পুরোপুরি ঘিরে ফেলেছে। ফলে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অভিযান চালানো এখন সময়ের ব্যাপার মাত্র। বর্তমানে যুদ্ধবিরতির কোনো ধরনের চিন্তা-ভাবনা নেই বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় ইসরায়েলি কর্তৃপক্ষ আরও জানায়, এ পর্যন্ত ইসরায়েলের ১৮ সেনা নিহত হয়েছে। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আবু উবাইদা ওই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এর আগে গত মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি বলেছিলেন, গাজা উপত্যকাকে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের গোরস্তান বানানোর আগ পর্যন্ত আমরা থামব না।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের ইতিহাসে ভয়াবহতম ওই হামলায় ইসরায়েলের এক হাজার ৪০০ জনের বেশি ব্যক্তি নিহত হয়। এ ছাড়া সেনাসদস্যসহ দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাস। সেই হামলার জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ২৭ দিন ধরে চলা সেই হামলায় প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
Leave a Reply