করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হওয়ার ঘোষণা দিয়েছে নাইজেরিয়ার একদল গবেষক। তাদের দাবি, বেশ কয়েকবার এর কার্যকারিতকা যাচাই করা হয়েছে এবং তাতে তারা ইতিবাচক ফল পেয়েছেন।
নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি। এতে বলা হয়, নাইজেরিয়ার এই ভ্যাকসিন আবিষ্কারের নেতৃত্বে ছিলেন ডা. ওলাদিপো কোলাওলে। তার দাবি, তাদের তৈরি ভ্যাকসিনটি আর স্বপ্ন নয়, এখন বাস্তবতা।
গত শুক্রকার সাংবাদিকদের ডা. ওলাদিপো কোলাওলে বলেন, ‘ভ্যাকসিনটি কার্যকরী। আমরা বেশ কয়েকবার এটিকে যাচাই করেছি।’
ওগবোমোশোর ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি অ্যান্ড হেলিক্স বায়োজেন কনসাল্টের প্রায় ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এই ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ চলেছে বলে নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, নাইজেরিয়া ১৯ হাজার ৮০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে নাইজেরিয়ার ৫০৬ জন মারা গেছে।
Leave a Reply