ভারতের দক্ষিণাঞ্চলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন।
রোববার রাতে অন্ধ্র প্রদেশ রাজ্যের বিজয়নগরম জেলায় একটি ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সাথে ধাক্কা লেগে কমপক্ষে তিনটি রেলগাড়ি লাইনচ্যুত হয়।
ভারতের রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সৌরভ প্রসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এনডিটিভি এই খবর জানিয়েছে।
একাধিক উদ্ধারকারী দল এবং বাসিন্দারা ধ্বংসস্তুপ থেকে আহত যাত্রীদের উদ্ধার করছে।
অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি কর্তৃপক্ষকে দুর্ঘটনাস্থলে যতবেশি সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানো এবং অন্যান্য সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন।
ভারতে ট্রেন দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব দুর্ঘটনার জন্য প্রায়ই মানুষের ত্রুটি বা পুরানো সঙ্কেত সরঞ্জামকে দায়ী করা হয়।
চলতি বছরের জুনে ভারতের পূর্বঞ্চলে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘনা।
এক কোটি ২০ লাখের বেশি মানুষ প্রতিদিন ভারত জুড়ে ১৪ হাজার ট্রেনে চড়ে ৬৪ হাজার কিলোমিটার (৪০ হাজার মাইল) রেলপথ ভ্রমণ করে।
Leave a Reply