মিসর ও লিভারপুল ফুটবলার মোহাম্মদ সালাহ গাজায় ‘গণহত্যা’ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলে অবিলম্বে মানবিক সাহায্যের অনুমতি দেয়া উচিত।
ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাত অব্যাহত থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় অবিলম্বে গাজায় মানবিক সহায়তার পৌঁছানোর জন্যও আহ্বান জানিয়েছেন মোহাম্মদ সালাহ।
গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে বিস্ফোরণে প্রায় ৫০০ জনের নিহত হওয়ায় ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যে বুধবার ৩১ বছর বয়সী ফরোয়ার্ড ইসরাইল-গাজা সঙ্ঘাতের গভীরতা সম্পর্কে এমন মন্তব্য করেন।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ভয়াবহ বিস্ফোরণটি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিমান হামলার কারণে হয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে মিসরে স্থানীয় এক গণমাধ্যমে সালাহ জানিয়েছেন, তিনি অ্যাজেন্ট র্যামি আব্বাসের মাধ্যমে নিরীহ বেসামরিক লোকদের জন্য রেড ক্রিসেন্টকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সঙ্ঘাতে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে আহত হয়েছেন আরো অন্তত ১৪ হাজার ৩০০ জন। এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সূত্র : ডেইলি মেইল ও আল-জাজিরা
Leave a Reply