ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরাইল যদি গাজায় প্রবেশের সিদ্ধান্ত নেয়, তবে হামাসের নেতারা ইসরাইলকে দখলদার সৈন্যদের কবরস্থানে পরিণত করবে।
রোববার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ইসরাইলকে রক্ষা করতে এগিয়ে এসেছে। কিন্তু তাদের এ বিষয়টি বুঝা উচিৎ ছিল যে যুদ্ধের পরিধি বিস্তৃত হলে আমেরিকারও ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে।
গাজাকে লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণের মধ্য দিয়ে ইসরাইলি সেনাবহর গাজা সীমান্তে জড়ো হতে শুরু করেছে। ইসরাইল উত্তর গাজার ১.১ মিলিয়ন বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।
ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের সামরিক অভিযানে নিহত ইসরাইলির সংখ্যা ২৮৬ জন সৈন্যসহ ১৩০০ জন।
সূত্র : সিয়াসত ডেইলি
Leave a Reply