রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলমান ইসরাইল-হামাস যুদ্ধের বিষয়ে তার প্রথম মন্তব্য প্রকাশ করেছেন। যেখানে তিনি এ যুদ্ধকে মার্কিন পররাষ্ট্রনীতির ব্যর্থতার ফল হিসেবে বর্ণনা করেছেন।
বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সফররত ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-সুদানির সাথে তার আলোচনার শুরুতে পুতিন মঙ্গলবার বলেন, অনেকেই আমার সাথে একমত হবেন যে- এটি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ব্যর্থতার একটি উজ্জ্বল উদাহরণ।
পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফিলিস্তিনি জনগণের গুরুত্বপূর্ণ স্বার্থ বিবেচনায় নিতে’ ব্যর্থ হয়েছে।
একই সাথে তিনি উল্লেখ করেন, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা উপেক্ষা করেছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করেছে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করেছে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করেছে।
সূত্র : আল-জাজিরা
Leave a Reply