সীমান্তে গালওয়ান উপত্যকায় সংঘাতের পর আটক ১০ ভারতীয় সেনাকে ছেড়ে দিয়েছে চীন। ভারতের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি বাংলা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লাদাখ সীমান্তে সোমবার চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের জের ধরে আটক হওয়া ১০ জন ভারতীয় সৈন্যকে মুক্তি দিয়েছে চীন।
সেনাবাহিনীর কয়েকটি সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, ছাড়া পাওয়াদের মধ্যে একজন লেফটেন্যান্ট-কর্নেল এবং তিনজন মেজর পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তবে ভারত সরকার এই খবর সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি। তাদের সেনাবাহিনীর কোনো সদস্য যে নিখোঁজ ছিলেন, সেই তথ্যও নিশ্চিত করেনি ভারত।
গালওয়ান উপত্যকায় হওয়া সংঘাতে অন্তত ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয় এবং সংঘাতের পর দুই দেশের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনায় আরও অন্তত ৭৬ জন ভারতীয় সৈন্য আহত হলেও চীন স্বীকার করেনি যে সংঘাতে তাদের কোনো সৈন্য হতাহতের ঘটনা ঘটেছে।
দুই দেশের সৈন্যদের সংঘাতে যেই লোহার রড ব্যবহার হয়েছে, সেই পেরেক লাগানো রডের ছবি প্রকাশিত হওয়ার পর ভারতীয় সৈন্যদের মুক্তি দেওয়ার খবরটি প্রকাশিত হয়। ইন্দো-চীন সীমান্তের একজন ভারতীয় সেনা কর্মকর্তা বিবিসিকে ওই পেরেক লাগানো লোহার রডের ছবি পাঠান এবং দাবি করেন যে, চীনের সৈন্যরা ওই অস্ত্র ব্যবহার করেছে।
Leave a Reply