র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লুকোচুরি চলছেই। কখনো সাতে উঠে যাচ্ছে বাংলাদেশ দল, কখনো স্থানটা দখলে নিচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের শুরুতে পিছিয়ে গেলেও হারানো জায়গা ফিরে পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আবারো র্যাঙ্কিংয়ে সাতে উঠে এসেছে টাইগাররা।
শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। জয়ের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে আইসিসি থেকে পাওয়া সুসংবাদ। শ্রীলঙ্কাকে টপকে আবারো ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে এসেছে সাকিব আল হাসানের দল।
শুধু বাংলাদেশের বড় জয় নয়, লঙ্কানদের বড় হারও যেখানে রেখেছে অবদান। একইদিনে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হেরে যায় শ্রীলঙ্কা। ৭ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। আর শ্রীলঙ্কা ৯১ পয়েন্ট নিয়ে নেমে গেছে এক ধাপ নিচে।
এদিকে শীর্ষে থেকেই রোববার নিজেদের বিশ্বকাপ শুরু করছে স্বাগতিক ভারত। দুইয়ে আছে পাকিস্তান। তিনে জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া।
Leave a Reply