সিরিয়ার তুরস্কের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার পেন্টাগন জানায়, তারা একটি অস্ত্রবাহী তুর্কি ড্রোন ভূপাতিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ন্যাটো মিত্রের কোনো ড্রোন ভূপাতিত করার এটাই প্রথম। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দাবি করেন, ভূপাতিত করা ড্রোনটি তুরস্কের সেনাবাহিনীর নয়।
এর আগে গত সপ্তাহে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা সিরিয়ার কুর্দিদের ওপর হামলা চালিয়েছিল। তাদের দাবি, আগের সপ্তাহে আঙ্কারায় কুর্দিদের বোমা হামলার প্রতিশোধে তারা এই পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার রাতে তুর্কি সামরিক বিমান হামলায় ৩০টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে একটি তেল খনিও রয়েছে।
পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, সিরিয়ায় হাসাকাতে তুকি ড্রোনগুলো বিমান হামলা চালাচ্ছিল। বৃহস্পতিবার সকালে তা মার্কিন বাহিনীর কাছাকাছি চলে আসে। কিছুক্ষণের মধ্যেই তা ৩০০ মিটার দূরে অবস্থান করে। তখন মার্কিন বাহিনী েএকে হুমকি বিবেচনা করে ভূপাতিত করে।
Leave a Reply