আঙ্কারায় আত্মঘাতী হামলার প্রতিশোধ নিতে উত্তর ইরাকের কুর্দিদের সংগঠন পিকেকের টার্গেটগুলো ধ্বংস করার দাবি করেছে তুরস্ক। তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বিমান হামলা চালিয়ে উত্তর ইরাকে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রায় ২০টি টার্গেট ধ্বংস করা হয়েছে। এগুলোর মধ্যে গুহা, আশ্রয়কেন্দ্র এবং ডিপো রয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইরাকের গারা, হাকুর্ক, মেটিনা ও কানদিলে পিকেকের ঘাঁটিগুলোতে বিমান হামলা চলানো হয়েছে।
তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি আত্মঘাতী হামলার পর এই প্রতিশোধমূলক আক্রমণ পরিচালন করা হয়। আত্মঘাতী ওই হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পার্লামেন্ট ভবনের পাশে এক ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়। এই ঘটনায় দুই পুলিশ অফিসার আহত হয়েছেন। পুলিশের গুলিতে দ্বিতীয় হামলাকারী নিহত হয়েছেন।
পিকেকের ঘনিষ্ঠ একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এই গ্রুপই আত্মঘাতী হামলাটি চালিয়েছে।
সংস্থাটি জানায়, পার্লামেন্ট অধিবেশন শুরুর সাথে মিল রেখে তারা হামলাটি করার পরিকল্পনা করেছিল।
তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন মনে করে।
সূত্র : আল জাজিরা
Leave a Reply