অনেকগুলো চমক নিয়েই গতরাতে বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ। তামিম ইকবাল নেই, মাহমুদউল্লাহ রিয়াদ আছেন, আছেন তানজিম সাকিবও। আরো একটা চমকও আছে দলে, যা রয়ে গেছে খানিকটা আড়ালে। বিশ্বকাপে টাইগারদের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
অথচ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে লিটন দাস দায়িত্ব পালন করছেন গত এক বছরের বেশি সময় ধরে। ইতোমধ্যেই তিন সংস্করণের ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগও হয়েছে তার। নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচেও তিনি ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।
হঠাৎ কেন তার বদলে বেছে নেয়া হলো শান্তকে, এমন প্রশ্ন ছিল গতরাতে (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে, নির্বাচকদের কাছে। যেখানে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন, ‘ভবিষ্যৎ একটা কারণ। আর লিটন নিজেও চায় না। সে একটু ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে চায়।’
সংবাদ সম্মেলনে আরো একটা প্রশ্ন ছিল হাবিবুল বাশার সুমনের কাছে। তাকে জিজ্ঞাসা করা হয়, এই দলটা বিশ্বকাপে কেমন করবে? প্রথমে বললেন, ‘চ্যাম্পিয়ন হবে এই দল।’ এরপর তিনি যোগ করেন, ‘আমি এদের অনেক দিন ধরে দেখছি। ওরা কয়টা ম্যাচ জিতবে জানি না। তবে বিশ্বকাপে প্রতিটি দলকে ভোগাবে, এটা জানি।’
এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ড সিরিজের আগে শেষ ওডিআই খেলেন গত জুনে, ইংল্যান্ড সিরিজে। সুযোগ হয়নি মাঝের সময়গুলোতে। এশিয়া কাপের দলেও ছিলেন না। ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তে কিউইদের বিপক্ষে দুই ম্যাচ খেলেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে।
এই প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে- বিশ্বকাপের আগে যেকোনো খেলোয়াড়কে যেকোনো একটা সিরিজে আমরা দেখব, এটা আমাদের প্ল্যান। তো ওই প্ল্যানে ছিলাম। নিউজিল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহকে দেখেছি। তার ফিটনেস দেখেছি, এখন ওয়ার্ল্ড কাপে ইনক্লুড করেছি।’
Leave a Reply