এশিয়া কাপের ফাইনালে আজ রবিবার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলংকা। যেখানে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে লংকানরা। তবে পাঁচ বছর পর আবার আন্তর্জাতিক ট্রফি জেতার স্বপ্ন দেখছে রোহিত শর্মার দল। সবশেষ ২০১৮ সালে এশিয়া কাপেরই ফাইনালে বাংলাদেশকে হারিয়েছিল ভারত।
এবারের এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকেই ভারত ও শ্রীলংকা দাপট দেখিয়েছে। এই টুর্নামেন্টে ভারত এখন পর্যন্ত সাত বার ট্রফি জিতেছে। শ্রীলংকা ছবার। দুই দল এর আগে সাত বার ফাইনালে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত চার বার জিতেছে। শ্রীলংকা তিন বার।
এদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত ও শ্রীলংকা ১১ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত পাঁচ বার এবং শ্রীলংকা চার বার জিতেছে। ভারতের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপেও এই দুই দেশ মুখোমুখি হয়েছিল। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সেই দল ট্রফি জেতে। এশিয়া কাপেও পরিসংখ্যানে সামান্য এগিয়ে রয়েছে ভারতই।
এই দুদল সবশেষ ২০১০ সালে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেবার ডাম্বুলায় ভারত ৮১ রানে হারিয়েছিল শ্রীলংকাকে। সেই পরিসংখ্যান নিশ্চয়ই মাথায় রয়েছে দাসুন শনাকাদের। আবারও ঘরের মাটিতে এশিয়া কাপের ফাইনালে সামনে ভারত। শনাকারা প্রতিশোধ নিতেই নামবেন, এ কথা বলেই দেওয়া যায়। ২০১০ সালের সেই ম্যাচে খেলা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা ১৩ বছর পর আবার নামবেন।
Leave a Reply