1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

‘নতুন উপনিবেশিকতা আসতে পারে বিশ্বে’

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

উপনিবেশিকতার নতুন মডেলের আশঙ্কার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার বি-২০ সামিটে মোদি জানিয়েছেন, উপনিবেশিকতার নয়া মডেল এবার দেখতে পারে গোটা বিশ্ব। যে দেশগুলোর হাতে বিরল খনিজ সম্পদ রয়েছে তারা যদি নিজেদের ওই সম্পদকে কুক্ষিগত করে রেখে দেয়, সেটাকে বিশ্বের সম্পদ হিসেবে গণ্য না করে।

তিনি বলেন, অত্যন্ত বিরল যে খনিজ সম্পদ রয়েছে সেটা গোটা বিশ্বের প্রয়োজন। কিন্তু সেটা সকলের মধ্যে বিলি করা হয়নি। গুটিকতেক দেশের কাছে এই ধরনের সম্পদ প্রচুর রয়েছে। আর অনেক দেশের হাতে এই সম্পদ একেবারেই নেই।

তিনি জানিয়েছেন, কিছু জায়গায় পর্যাপ্ত পরিমাণ বিরল খনিজ সম্পদ রয়েছে। কিন্তু কিছু জায়গায় এর অভাব রয়েছে। তবে গোটা বিশ্ব এটা চায়। কিন্তু যাদের কাছে এটা নেই তারা যদি বিশ্বের প্রতি দায়বদ্ধতাটা না বোঝেন তবে এটা ঔপনিবেশিকতার একটা নয়া মডেলকে শক্তিশালী করবে। এনিয়ে আমি সতর্ক করে গেলাম।

অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়ের প্রতি আলো ফেলেছেন ভারতের প্রধানমন্ত্রী। একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো দেশের উন্নতির অন্যতম অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেই দেশের কাছে পর্যাপ্ত খনিজ সম্পদ না থাকা। কিন্তু যাদের হাতে তা রয়েছে সেটা তারা একচেটিয়াভাবে ব্যবহার করছে। গোটা বিশ্বের যে সেটা প্রয়োজন হতে পারে এটা তারা ভাবছে না। ওই বিষয়ের উপর আলোকপাত করলেন মোদি।

এদিকে মিন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ক্রিটিকাল মিনারেল ক্লাবের সদস্য হয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে এনিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৩টি সদস্য দেশ রয়েছে সেখানে। সেখানে রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, কোরিয়া, সুইডেন, ব্রিটেন, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ইতালি ও ভারত। সেখানে বিরল খনিজ সম্পদ ও তার সুষম বন্টনের নানা দিক নিয়ে কথাবার্তা হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com