চীন এবং পাকিস্তানের বিমান বাহিনী যৌথ মহড়া চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এ বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে।
বার্তা সংস্থা ইরনা জানিয়েছে চীনা জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা পাকিস্তানের বিমান বাহিনীকে যৌথ মহড়ায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। যৌথ ওই মহড়ার নামকরণ করা হয়েছে শাহিন-১০। ওই যৌথ বিমান মহড়া চলতি মাসের শেষ দিক থেকে শুরু হয়ে চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।
চীন এবং পাকিস্তান ২০১১ সাল থেকে এখন পর্যন্ত মোটামুটি প্রতি বছরই শাহিন নামে যৌথ মহড়া চালিয়ে এসেছে। গত ২০২০ সালে যৌথ মহড়ার আয়োজক ছিল পাকিস্তান।
চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু পাকিস্তান সফরকালে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
সূত্র : পার্সটুডে
Leave a Reply