1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

রাশিয়ার ‘লুনা ২৫’-এ ‘আপৎকালীন পরিস্থিতি’!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

চাঁদে যাওয়ার পথে রাশিয়ার মহাকাশযান লুনা ২৫ বড় ধরনের বিপত্তি পড়েছে বলে জানা গেছে। ঠিক চাঁদে নামার আগে মহাকাশ যানে ‘গ্লিচ’ দেখা গেছে। যারফলে আপৎকালীন পরিস্থিত তৈরি হয়। রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস একথা জানিয়ছে।

উল্লেখ্য, আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা রাখার কথা ভারতের ইসরোর চন্দ্রযান-৩-এর। আর তার আগে, চাঁদের মাটিতে পা রাখার কথা রয়েছে রাশিয়ার এই মহাকাশযানের। তবে তার আগে এই বড় বিপত্তি ঘিরে আপাতত জরুরি পদক্ষেপ নিয়েছে রাশিয়া। রসকসমস জানিয়েছে, ‘অপারেশন চলাকালীন, স্বয়ংক্রিয় স্টেশনে বোর্ডে একটি জরুরি অবস্থা দেখা দেয়, যা নির্দিষ্ট অবস্থার মধ্যে কৌশলটি চালানোর অনুমতি দেয়নি।’

উল্লেখ্য, গত বুধবারই চাঁদের কক্ষপথে রাশিয়ার এই মহাকাশযান সঠিকভাবে নিজেকে অবস্থান করায়। তবে তারপর শুক্রবার কক্ষপথ সংশোধন করে লুনা ২৫। রসকসমস জানিয়েছে, শুক্রবার মস্কোর সময় সকাল ৯টা ২০ মিনিট এই অরবিট কারেকশন করা হয়।

রুশ মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, এই কক্ষপথ সংশোধনের প্রক্রিয়াটি ৪০ সেকেন্ড স্থায়ী ছিল। চাঁদে অবতরণের আগে শেষ যে কক্ষপথে মহাকাশযানটি ঘুরবে, তার আনুমানিক পথ নির্ধারণ করাই এই অরবিট কারেকশন করা হয়েছিল। তবে রাশিয়ার ভস্তোচনি কসমোড্রোম থেকে আকাশপথে রওনা হওয়া এই মহাকাশযানে নতুন করে আপৎকালীন পরিস্থিতি তৈরি হওয়ায় সমস্যার মাত্রা বেড়ে গিয়েছে।

রাশিয়ার রসকসমস জানিয়েছে, আপাতত ‘থ্রাস্ট’ ছেড়ে দিয়ে প্রিল্যান্ডিং কক্ষপথকে তারা সহজ করতে চাইছে। গত জুন মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রসকসমস প্রধান ইউরিবরিসভ জানিয়েছিলেন যে এই অভিযান খুব একটা সহজ হবে না। এটি ঝুঁকিপূর্ণ। এর সাফল্য ৭০ শতাংশ বলে তিনি তখনই অনুমান করেছিলেন। প্রায় ৪৭ বছর পর ফের চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। এই মহাকাশযানের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখা। আর চাঁদে এটি এক বছর স্থায়ী থাকবে বলে কথা রয়েছে। সেখানে কিছু নমুনা সংগ্রহ ও মাটি নিয়ে পরীক্ষা নীরিক্ষা করবে এই যান।
সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com