টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট দুর্যোগের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্গতদের সহায়তার কাজ করতে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।
মঙ্গলবার (৮ আগস্ট) সেনাবাহিনীর মিডিয়া সেল থেকে এ বিষয়টি জানানো হয়।
মিডিয়া সেল থেকে বলা হয়েছে, উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশনের উদ্ধারকারী দল তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া কক্সবাজার জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি নিয়মিত সংবাদ সংগ্রহ ও বিভিন্ন তথ্যের জন্য রামু সেনানিবাসে দুর্যোগে সহায়তার জন্য কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।
জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অনেক জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব এলাকাসহ উদ্ধার কার্যক্রমে সেনাবাহিনী যোগ দিয়েছে।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কুতুবদিয়ায় সাত শ’ পরিবার, পেকুয়াতে ১০ হাজার পরিবার, মহেশখালীতে পাঁচ শ’ পরিবার, চকরিয়ায় ৫০ হাজার পরিবার, কক্সবাজার সদরে এক হাজার পরিবার ও ঈদগাঁও উপজেলায় ১৫০ পরিবার পানিবন্দি রয়েছে।
Leave a Reply