রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেন না। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, আফ্রিকান নেতাদের উদ্যোগ ইউক্রেনে শান্তির ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
তবে পূর্বে ইউক্রেন ও রাশিয়া বলেছে, তারা নির্দিষ্ট কিছু পূর্ব শর্ত ছাড়া আলোচনার টেবিলে বসবে না।
শনিবার রাতের সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউক্রেনের সম্মুখসারিতে যুদ্ধের তীব্রতা বাড়ানোর কোনো পরিকল্পনা তার নেই।এ সময় ক্রেমলিনে কিছু সমালোচককে গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।
তিনি দাবি করেছেন, কিছু লোক রাশিয়ার ভেতরে থেকে ক্ষতি করছে। সাংবাদিকদের রুশ প্রেসিডেন্ট বলেন, চলতি মাসের শুরুর দিকে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর মস্কো কিছু প্রতিরোধমূলক হামলা চালিয়েছে।
ব্রিজের বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় পুতিন এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন এবং এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার নেন। যদিও কিয়েভ এ হামলার দায় স্বীকার এখন পর্যন্ত করেনি।
এদিকে মস্কো আজ রোববার দাবি করেছে, ড্রোন হামলায় তাদের দুই অফিস ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার শিকার ওই শহরের মেয়র সের্গেই সোবিইয়ানিন বলেন, এ হামলায় কেউ হতাহত হয় নি। তবে তিনি এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।
Leave a Reply