জার্মানি-প্রবাসী এক ইসরাইলি তার ক্যাফে থেকে জার্মানিতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে বের করে দিয়েছেন। সেমিটিকবাদবিরোধী সংজ্ঞা হিসেবে ইসরাইলের গৃহীত বিতর্কিত ইন্টারন্যাশনাল হলুকাস্ট রিমেমব্রান্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন বলে জানিয়েছেন।
বার্লিনের ক্যাফে ডোডোর মালিক আভি বার্গ ফেসবুকে ঘোষণা করেন যে তিনি জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত রান প্রসোরকে চলে যেতে বলেন এই বলে যে তিনি ‘আমার ক্যাফেতে মেহমান নন।’
তিনি জানান, তার কথা শোনার সাথে সাথে রাষ্ট্রদূত এবং তার দেহরক্ষীরা ক্যাফে ত্যাগ করেন।
বার্গ বলেন, প্রসোর ইসরাইলের প্রতিনিধিত্ব করেন এবং ওই দেশ ’অবৈধ ও নির্যাতনমূলক’ নীতি বাস্তবায়ন করছে। এই নীতির ফলে ইসরাইলের যেকোনো ধরনের সমালোচনা সেমিটিকবিরোধী হিসেবে অভিহিত করা হয়। বার্গ জানান, এই নীতির কারণে নিজেদের মতামত প্রকাশ করায় তাকে ও অন্যদের সেমিটিক-বিরোধী হিসেবে অভিযুক্ত করা হয়।
তিনি আরো সুস্পষ্টভাবে বলেন, ক্যাফে ত্যাগ করার নির্দেশ কোনো ব্যক্তিকে দেয়া হয়নি, দেয়া হয়েছে রাষ্ট্রদূতকে, যিনি ইসরাইল রাষ্ট্রের প্রতিনিধি।
তিনি জিউশ টেলিগ্রাফিক অ্যাজেন্সিকে বুধবার জানান, তার এই পদক্ষেপ গ্রহণ করার কারণ হলো এই রাষ্ট্রদূত এবং জার্মান দূতাবাস ইসরাইলের যেকোনো ধরনের সমালোচনা দমন এবং সমালোচনাকে সেমিটিক-বিরোধ হিসেবে অীভহিত করার জন্য জার্মান পার্লামেন্ট, মিডিয়া ও প্রতিষ্ঠানের ওপর চাপ প্রয়োগের সাথে ব্যাপকভাবে জড়িত।
তিনি বলেন, ‘এই কূটনীতি সারা বিশ্বে বাস্তবায়ন করা হচ্ছে। তবে বিশেষভাবে জার্মানিতে কার্যকর। এই নীতি সেমিটিকবাদবিরোধী সত্যিকারের লড়াইকে ক্ষতিগ্রস্ত করছে।’
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হারেৎজ পত্রিকাকে বলেন, ক্যাফেটিতে যাওয়অর সময় বার্গের রাজনৈতিক অবস্থান জানতেন না রাষ্ট্রদূত প্রসোর।
সূত্র : মিডল ইস্ট মনিটর
Leave a Reply