বাংলাদেশের অধস্তন আদালতের বিচারকদের কেউ করোনাভাইরাসে রোগে আক্রান্ত হলে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা হবে। ইউনিভার্সেল মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ও।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় বাংলাদেশের যে কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা অসুস্থ হলে অগ্রাধিকার ভিত্তিতে এই হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি হেলাল চৌধুরী ও মহাসচিব বিকাশ কুমার সাহা এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. আশীষ কুমার চক্রবর্তী চুক্তিতে সই করেন।
Leave a Reply