প্রায় ২১ দিন ধরে প্রকাশ্যে দেখা যাচ্ছে না চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের। বেইজিংয়ের ব্যস্ততম কূটনৈতিক সময়ে কিনের দীর্ঘদিন ধরে অনুপস্থিতি নানা জল্পনার সৃষ্টি হয়েছে। খবর সিএনএনের।
৫৭ বছর বয়সী কিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশ্বস্ত মিত্র। যুক্তরাষ্ট্রে স্বল্প সময়ের জন্য চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পর গত ডিসেম্বরে তাকে চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পদন্বতি দেওয়া হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, কিন সর্বশেষ গত ২৫ জুন শ্রীলংকা, রাশিয়ার ও ভিয়েতনামের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। একই দিনে তিনি একটি অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বারবাদাস প্রধানমন্ত্রী মিয়া আমরের সঙ্গে উপস্থিত ছিলেন।
সবশেষ হাস্যোজ্জ্বল কিনকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর পাশাপাশি হাঁটতে দেখা গেছে। এরপর থেকে তিনি আর প্রকাশ্যে নেই।
কমিউনিস্ট পার্টির সংবাদপত্রের সাবেক সম্পাদক ডেং ইউয়েন যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি বলেছেন, বিশ্বে চীনের মর্যাদা ও প্রভাবের প্রেক্ষিতে ২০ দিনের বেশি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে দেখা যাচ্ছে না-এটা সত্যিই অত্যন্ত অদ্ভত।
কিনের দীর্ঘদিন প্রকাশ্যে না আসা নিয়ে গতকাল সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি জানান, এ নিয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি বলেছেন, চীনের কূটনৈতিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
এর আগে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ জোসেপ ব্যারেলের সঙ্গে কিনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু চীনের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে স্থগিত করা হয়েছে। এ নিয়ে দেশটির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
Leave a Reply